সায়দাবাদে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশ আহত
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯
সায়দাবাদে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশ আহত
ঢামেক প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপদ মোড়ে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৪৭) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ির সায়দাবাদ জনপদ মোড়ে ডিউটি চলাকালীন অবস্থায় সন্ত্রাসীরা পিঠের পিছন দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে অস্রপচার শেষে তাকে ভর্তি রাখা হয়। ওয়ারী ট্রাফিক বিভাগের কনস্টেবল ছিলেন তিনি।


বিবার্তা/বুলবুল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com