নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ৫৩ অস্ত্র উদ্ধার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৩
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ৫৩ অস্ত্র উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ১টি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগজিন ও ১টি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করেছে নরসিংদী সেনা ক্যাম্পের দুটি আভিযানিক দল।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) ও শনিবার নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর ক্যাপ্টেন রকিব ও লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।


শনিবার দুপুরে নরসিংদী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মো. ফাহিম মাহবুব, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এর উপস্থিতে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন।


উল্লেখ্য, গত ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগার থেকে লুুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি নিয়ে যায়। এর মধ্যে এপর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।


এ ব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র ও ১ হাজার ১৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চায়না রাইফেল ৪২টি, শর্টগান-১১টি এবং চায়না রাইফেলের গুলি ১ হাজার ১১০ রাউন্ড এবং শটগানের গুলি ৪৩ রাউন্ড।


বিবার্তা/কামাল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com