বিএনপির মিছিলে ককটেল হামলা
ইন্দুরকানীতে আওয়ামী লীগের ৬৮ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৬
ইন্দুরকানীতে আওয়ামী লীগের ৬৮ জনের বিরুদ্ধে মামলা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।


৩ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে স্থানীয় জাতীয়তাবাদী তাঁতী দলের নেতা মো. কবির শেখ বাদী হয়ে এ মামলা করেন।


মামলার এজাহারে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকরামুল শিকদারসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং ৫০ জন অজ্ঞাত রাখা হয়েছে। সোমবার বিকালে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিল কে লক্ষ্য করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ খবর পেয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীত ঘোষেরহাট বাজারে মিছিল করেন বিএনপি সমর্থকরা।


উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মেদ জানান, ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে দোয়া অনুষ্ঠানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা যাচ্ছিল। এসময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল মেরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার বলেন, “আমি দীর্ঘদিন আওয়ামী লীগের উপজেলা সম্পাদকের দায়িত্বে আছি। আমি তো কারো সাথে টু শব্দটাও করিনি। বিগত দিনে যারা যেমন করেছে, তারা তেমন ফল পাবে।”


ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, নাশকতার অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। তাদের গ্রেফতার করা অভিযান চলছে ।


বিবার্তা/শামীম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com