ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
১ সেপ্টেম্বর, রবিবার ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণের ও সদস্য সচিব মো. রাইসুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ভোলা জেলা বিএনপি সূত্রে জানা যায়, ২০১৫ সনে চরফ্যাশন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে থাকায় ওই কমিটির মেয়াদোত্তীর্ণ হয়। এবং নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়ে। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ভোলা জেলা বিএনপির সভাপতি মো. গোলাম নবী আলমগীর জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক চরফ্যাশন উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]