বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির ভোলার চরফ্যাশনে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে দক্ষিণ মাদ্রাজ বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাছুমকে সভাপতি এবং উত্তর আয়শাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জহির রায়হানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনকে সিনিয়র-সহ-সভাপতি এবং ৪০ নং হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
৩১ আগস্ট, শনিবার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির রায়হান এ তথ্য নিশ্চিত করে বলেন, উপস্থিত সকল শিক্ষকদের সম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় সহকারী শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও শিক্ষক- শিক্ষিকাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকল শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয় ।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]