নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হওয়ায় জিয়ানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
২২ আগস্ট, শুক্রবার বিকেলে সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল আমিন হোসেন,সদস্য সচিব সাদিকুল ইসলাম,সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ ।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল আমিন হোসেন বলেন, ভারত আমাদের প্রতি দীর্ঘদিন থেকে অন্যায় করে আসছে। আমরা ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে।
আপনাদের সৃষ্টি বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান, তাহলে আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দেন।
বিবার্তা/শামীম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]