ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
১৪ আগস্ট, বৃহস্পতিবার দুপুরের এ কর্মসূচি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহবান জানানো হয়। ছাত্র আন্দোলনে বিএনপি পাশে ছিল বলে এ সময় উল্লেখ করা হয়।
পৌর এলাকার টেংকের পাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে সদস্য সচিব মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়াতেও একই ধরণের কর্মসূচি পালন করা হয়।
বিএনপি’র একটি মিছিল মটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ পৌর মুক্তমঞ্চে এসে অবস্থান নেয়।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]