মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবক খুন হয়েছে।
১৩ আগস্ট, মঙ্গলবার গভীর রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার মো.আয়ূব খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে মিরাজ (৩৪) ও তার সহযোগীরা ওই এলাকায় একটি মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসছিল। এ নিয়ে প্রতিপক্ষ মাদকাসক্ত সাদ্দাম হোসেন তাদের ব্যবসার বাঁধা হয়ে দাঁড়ায়। এ ঘটনার জের ধরে মিরাজ ও তার সহযোগী কতিপয় মাদক ব্যবসায়ী তার উপর ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জরুরি কথা আছে বলে মিরাজ ও তার সাথে থাকা কয়েকজন সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে আনে। পরে চর কানাইনগর বিশ্বাস পাড়া ব্রিজের নির্জনস্থানে নিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় আহত সাদ্দামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের পরিবার ঘটনার মূলহোতা মিরাজসহ জড়িতদের দ্রুত জোর শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত মিরাজের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।
বিবার্তা/হাবিবুর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]