সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সনাতন ধর্মাবলম্বীদের উপসনালয় ও আশপাশের এলাকাসহ আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি মনিটরিং করেছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী।
১২ আগস্ট, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন আহমেদ যৌথভাবে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি মনিটরিং করেন।
উল্লেখ্য সারা দেশের ন্যায় কর্মবিরতি পালন করলেও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে ওই থানার কর্মরত পুলিশ থানা ছেড়ে যায়নি।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]