টাঙ্গাইলে শিক্ষার্থীদের রং-তুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১৯:১০
টাঙ্গাইলে শিক্ষার্থীদের রং-তুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল শহরের দেয়ালগুলোতে শিল্পকর্ম আঁকছেন স্কুলকলেজের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন দেয়ালে লিখছে স্বাধীনতা এনেছি-সংস্কারও আনবো, সুখী সমাজ গড়ে তুলি, স্বাধীন বাংলা, ভোর হয়ে গেছে, যাও পাখি উড়ে যাও, আজ যদি শহিদ হই আমার নিথর দেহটা রাজপথে রেখে দিও এমন প্রতিবাদী উক্তি আর বিভিন্ন চিত্র শৈলিতে বর্ণিল হয়ে উঠেছে টাঙ্গাইল শহর।


১২ আগস্ট, সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে, টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে দেয়ালে কেউবা রাতের প্রলেপ লিখছে, কেউবা জাতীয় পতাকার ছবি আঁকছেন। কেউবা প্রতিবাদের ভাষায় নানা চিত্র আঁকছেন। এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে শহরবাসীর।


ছবি আঁকা অবস্থায় কথা হয় এক শিক্ষার্থীর সাথে। সে বলেন, আমরা অনেক কষ্ট করে এ দেশটাকে স্বাধীন করেছি, অনেক শহিদের রক্তে এ স্বাধীনতা পেয়েছি। তাই আমরা এই রং-তুলির মধ্যে দিয়ে তা ফুটিয়ে তুলছি।


জেলা সদর বটতলা রোডে, কোর্ট চত্বরে কথা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শিক্ষার্থীর সাথে। তারা বলেন, ছাত্ররা নিজেরা টিফিনের টাকা বাঁচিয়ে চাঁদা তুলে এ গ্রাফিক্সের কাজ করছেন।


ছাত্ররা আরও বলেন, দেশটাকে রঙিন করে সাজাতে চাই, বীরত্বের কথা দিয়ে ভরে দিতে চাই দেয়ালগুলোতে।


শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


বিবার্তা/ইমরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com