দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
৯ আগস্ট, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা বিএনপির একটি সূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গা সদরের নয়মাইল এলাকার পশুহাট দখলের চেষ্টা করছিলেন বিএনপি নেতারা। তাদের নেতৃত্বে ওই হাট আজ (১০ আগস্ট) শনিবার থেকে পরিচালনার কথা চলছিল।
এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামকে অব্যাহতি এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির পুরো কমিটি বিলুপ্ত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, দেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হলো। তার পরিবর্তে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম আর মুকুলকে দায়িত্ব প্রদান করা হলো।
অপর আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান দেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি শুক্রবার (৯ আগস্ট) থেকে বিলুপ্ত করা হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ জানান, হাট, ঘাট, বাজার, এগুলো নিয়ে কোনো কোন্দলে জড়ানো যাবে না। কিন্তু সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম দলীয় সিদ্ধান্ত না মেনে এ সকল কাজে জড়িয়ে পড়েন।দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের অপরাধ ও সহিংসতা চালানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/আসিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]