শিরোনাম
চিলমারীতে পুলিশি বাধায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৮:১৩
চিলমারীতে পুলিশি বাধায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা বৈষম্য নিরসনের একদফা দাবিসহ বাংলা ব্লকেড কর্মসূচিতে সারাদেশের বিভিন্ন স্থানে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মুখে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সেখানেই ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


১৮ জুলাই, বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়ে উপজেলার চিলমারী সরকারি কলেজ মাঠে কয়েকশ শিক্ষার্থী সমবেত হলে প্রশাসন তাদের বাধা দেয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম ও ওসি প্রাণ কৃষ্ণ দেব নাথ উপস্থিত থেকে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে বাধা প্রদান করে। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করে সমবেত হওয়া সাধারণ শিক্ষার্থীরা।



বিবার্তা/রাফি/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com