প্রায় তিন ঘণ্টা পর সচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১৬:৫৭
প্রায় তিন ঘণ্টা পর সচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা জেলা প্রশাসকের আশ্বাসে প্রধানমন্ত্রী বরাবর চারটি দাবি জানিয়ে প্রায় তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


৪ জুলাই, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তারা মহাসড়কে অবরোধ ছাড়ার ঘোষণা দেন।


শিক্ষার্থীদের দাবি চারটি হলো- ২০১৮ এর পরিপত্র পুনর্বহাল করতে হবে, প্রতিবন্ধী ও উপজাতি কোটা ছাড়া ১ম থেকে ৪র্থ শ্রেণির সকল চাকরিতে সকল প্রকার কোটা বাতিল করতে হবে, অনতিবিলম্বে হাইকোর্টের রায় প্রত্যাহার করতে হবে, উল্লিখিত দাবিসমূহ জেলা প্রশাসককে অবশ্যই প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিতে দিবে।


তবে অতিদ্রুত যদি দাবিগুলো না মানা হয় তাহলে শিক্ষার্থীরা পরবর্তীতে কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দেন। এছাড়া এবার শুধু সড়ক পথ অবরোধ করা হলেও দাবি মানা না হলে পরবর্তীতে রেলপথও অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।


এই বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘এটা শুধু তোমাদের দাবি না সারা বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি। তোমরা যে দাবি দিয়েছো সেটা আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিবো।’


উল্লেখ্য, ২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল। ফলে মহাসড়কে দেখা দিয়েছিল ৭ কিলোমিটার দীর্ঘ যানজট।


বিবার্তা/প্রসেনজিত/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com