যশোরে বাবা-মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ২১:৪৫
যশোরে বাবা-মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের চৌগাছার মহির ও আনোয়ারা দম্পতি হত্যা মামলায় ছেলে মিলন উদ্দিনকে মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।


৩০ জুন, রবিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (সপ্তম) আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দিয়েছেন।


আদালতের পেশকার শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার বিবরণে জানা যায়, আসামি মিলন উদ্দীন (৩২) উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। সে তার বাবা-মার কাছ থেকে টাকা নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো। তাকে কাজকর্ম করার কথা বললেও সে শুনতো না।


২০১৯ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সে তার বাবা মহির উদ্দীনের (৬২) কাছে হাতখরচের জন্য দুহাজার টাকা চায়। টাকা না দেওয়ায় মিলন ঘরে থাকা ধারালো গাছি দা দিয়ে পিতাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এ সময় তার মা আনোয়ারা বেগম (৫৫) ঠেকাতে গেলে মিলন তাকেও কুপিয়ে জখম করে।


একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে মহির ও আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন তার ভাই হুমায়ুন কবির।


দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক জুয়েল অধিকারী আসামি মিলন উদ্দিনকে মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com