
কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৪০) নামে এক ভ্যানচালক
নিহত হয়েছে।
২৯জুন, শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের রাশেদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সুমন শেখ নড়াইল থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় যাচ্ছিল। কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সুমন শেখ ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এব্যাপারে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]