জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছে না লোহাগড়ার অর্ধশতাধিক পরিবার
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১৫:৩৪
জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছে না লোহাগড়ার অর্ধশতাধিক পরিবার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল হত্যা মামলার আসামিরা গত ৫ জুন হাইকোর্ট থেকে জামিন পেয়েও এখনও বাড়ি ফিরতে পারছে না। বাদী পক্ষের হুমকিতে জামিনপ্রাপ্ত আসামিদের অর্ধশতাধিক পরিবারের অন্তত তিন শতাধিক লোক এখনও বাড়ি ছাড়া।


২৮ জুন, শুক্রবার সকালে মোস্তফা কামাল হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য আকবর হোসেন ওরফে লিপন উপজেলার শংকরপাশা গ্রামে মামা ইউসুফ শেখের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।


লিখিত অভিযোগে তিনি বলেন, বাদী পক্ষের লোকজন বলে তাকে খুন করে মোস্তফা খুনের প্রতিশোধ নিবে। গত ১০ মে রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে খুন হয় মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। এ ঘটনার পর মোস্তফা পক্ষের লোকজন ৫০টি বাড়ি ভাংচুর, গবাদি পশুসহ বাড়ির সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। হত্যার ঘটনায় মোস্তফার ভাই রিজাউল শিকদার বাদী হয়ে ৩০ জনের নামে এবং অজ্ঞাতনাম আরো ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩ জন আসামি জামিনে রয়েছে ।


ইউপি সদস্য লিপন আরো বলেন, আমাদের পরিবারের মহিলারা গত কয়েকদিন আগে পুলিশের উপস্থিতিতে বাড়িতে উঠতে গেলে মোস্তফার ভগ্নিপতি আকবার মোল্যাও মতিয়ার মোল্যাসহ তার লোকজন বাধা দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে। এখনও বাদীপক্ষের লোকজন তাদের বাড়িঘর ভাঙচুর,লুটপাঠ করে যাচ্ছে। হামলার ভয়ে লোকজন বাড়িঘর ফেলে দুই মাস ধরে অন্যত্র বসবাস করছে।


তবে হত্যা মামলার বাদীর ভাই শাহাদত শিকদার বলেন, আসামি পক্ষের লোকজনকে বাড়িঘরে উঠতে কোনো বাধা দেওয়া হয়নি। বাড়ি ভাংচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে এবং তারা নিজের ইচ্ছায় বাড়িঘর ছেড়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।


এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কান কুমার রায় জানান, ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। কেউ আইন শৃঙ্খলার অবনতি করতে চাইলে তাকে ছাড় দেয়া হবে না।


বিবার্তা/শরিফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com