
কুষ্টিয়ায় ৬ উপজেলা মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।
২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে তাকে এ সম্মাননা দেওয়া হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে ২০২৩-২৪ সালের শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ তুলে দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তির বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় দৌলতপুর উপজেলা আরো উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।
এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও দৌলতপুরের সচেতন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]