
নড়াইলে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৩০ জন অনগ্রসর জনগোষ্ঠীর মহিলাকে ৪০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও সনদপত্র দেয়া হয়। এ প্রকল্পের আওতায় প্রতিজন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ চলাকালে যাতায়াত বাবদ প্রতিদিন পাঁচশত টাকা করে দেয়া হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা এর ব্যাক্তিগত সহকারি জাহিদ হাসান, শহর সমাজসেবা কর্মকর্তা সুজাউদ্দিন, অনগ্রসর জনগোষ্ঠীর সমিতির কর্মকর্তা সুমন দাস, রবি দাস, গণমাধ্যমকর্মী, সেলাই মেশিন প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। যাতে আপনারা সকলে এ প্রশিক্ষণ নিয়ে নিজেদের পাশাপাশি আপনাদের আশপাশের মহিলাদের জীবন মান পাল্টাতে পারেন।
বিবার্তা/শরিফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]