
মোংলা ঘষিয়াখালী নৌ চ্যানেলের বুড়িরডাঙ্গা এলাকার জয়খাঁয় নৌকা ডুবে মহিদুল শেখ (২৪) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
২৭ জুন, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিখোঁজ মহিদুল শেখ মোংলার উলুবুনিয়ার রশিদ শেখের ছেলে।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে মোংলা ঘষিয়াখালী নৌ চ্যানেলের বুড়িরডাঙ্গা এলাকার জয়খাঁয় মাছ ধরে ফেরার পথে লাইটার জাহাজ যাওয়ার সময় নৌকার রশি পেঁচিয়ে ঘটনাস্থলে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জনের মধ্যে ১ জন সাঁতরিয়ে নদীর তীরে উঠে যায়। তবে নৌকায় থাকা অপরজন নিখোঁজ হয়।
নিখোঁজ মহিদুল শেখকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
বিবার্তা/জাহিদ রানা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]