কালীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০২:৫৩
কালীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


২৬ জুন, বুধবার বিকেলে জেলা দায়রা জজ এস এম সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।


মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৬ জুন সকালে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকার একটি কলাক্ষেত থেকে ওই বাজারের লেদ ওয়ার্কশপের মালিক শাহিনুজ্জামান শাহিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নিহতের পিতা চাঁদ আলী বাদী হয়ে ওই দিনই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ আগস্ট ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।


বিচারিক প্রক্রিয়া শেষে মামলার আসামী বালিয়াডাঙ্গা গ্রামের জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। একই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের সময় ওই দুই আসামী আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com