খাগড়াছড়িতে চাকরি বহালের দাবিতে পেইড পিয়ার ভলান্টিয়ারদের মানববন্ধন
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১৮:৩১
খাগড়াছড়িতে চাকরি বহালের দাবিতে পেইড পিয়ার ভলান্টিয়ারদের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলানটিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।


এ সময় তারা ৫ম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি ২০২৪/৩০ এ তাদের অন্তর্ভুক্তির দাবিও জানান বিভিন্ন উপজেলার পেইড পিয়ার ভলানটিয়ার।


২৬ জুন, বুধবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলায় কর্মরত ১৩৮ জনের মধ্যে শতাধিক ভলানটিয়ার অংশ নেন।


এতে বক্তব্য রাখেন মানববন্ধনের সমন্বয়ক নূরজাহান আক্তার, সহ সমন্বয়ক রিকু সিকদার, সুনিতা ত্রিপুরা, জেসমিন আক্তার।


মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০১৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় পেইড পিয়ার ভলানটিয়ার হিসেবে কর্মরত আছি। চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া হঠাৎ করে চাকরি শেষের নোটিশ জারি করে। ফলে আমরা আমাদের পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে দিকে যাচ্ছি।


তাই মানববন্ধন থেকে চাকরির চুক্তি নবায়ন করার দাবি জানানো হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com