
নড়াইলে বখাটে যুবক নেশার টাকা না পেয়ে নিজের মোটরসাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
২৬ জুন, বুধবার সকালে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নেশাগ্রস্ত যুবক গোলক বিশ্বাস (২৫) ভাদুলীডাঙ্গা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলক বিশ্বাস প্রতিনিয়ত নেশা করা টাকার জন্য তার মা-বাবাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিল। বুধবার সকালে গোলক নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চায়। পরিবার টাকা না দিলে মোটর সাইকেল ভাঙচুর করে। এক পর্যায়ে মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]