ফকিরহাটে অস্ত্র ও গুলিসহ ৩০ মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১৪:৪০
ফকিরহাটে অস্ত্র ও গুলিসহ ৩০ মামলার আসামি গ্রেফতার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ৩০টি মামলার আসামি মো. ইমরান শেখকে (৩৫) এবার অস্ত্র, গুলি ও অন্যান্য জিনিসপত্রসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।


২৫ জুন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


গ্রেফতারকৃত মো. ইমরান শেখ উপজেলার ছোট খাজুরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান প্রেস ব্রিফিং এ জানান, সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৭টার দিকে গোপনে সংবাদ পেয়ে উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকায় ত্রিশ মামলার আসামি মো. ইমরান শেখের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তার ঘরে বিভিন্ন জায়গায় তল্লাশি করে ৯ইঞ্চি ১টি লোহার তৈরি দেশীয় পুরাতন পিস্তল, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ১টি চায়না রাইফেলের গুলি, ১টি তালা কাটার, ১টি বার্মিজ চাকু, ১টি
কাঠের বাটের চাকু, ২টি কাটিং প্লাস, ১টি পাইপ রেঞ্জ ও ২টি দা উদ্ধার করে। অভিযানে পালিয়ে যাওয়ার সময় মো. ইমরান শেখকে গ্রেফতার করে পুলিশ।


প্রেস ব্রিফিং এ অন্যদের মধ্যে সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামিম ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।


এদিকে, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ইমরান শেখের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়াও তার নামে ফকিরহাট সহ বিভিন্ন থানায় ৪টি ডাকাতি, ৬টি দস্যুতা, ৩টি চুরি, ৩টি বিস্ফোরক আইনে মামলা, ১টি চাঁদাবাজি, ৭টি মাদক, ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা সহ মোট ৩০টি মামলা আছে।


বিবার্তা/সুমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com