নড়াইলে শ্রমজীবীদের মাঝে রেডক্রিসেন্ট এর ছাতা-ক্যাপ বিতরণ
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১৮:২২
নড়াইলে শ্রমজীবীদের মাঝে রেডক্রিসেন্ট এর ছাতা-ক্যাপ বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে তীব্র খরতাপে শ্রমজীবী লোকজনের মাঝে স্বস্তি ফেরাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে ছাতা, ক্যাপ, বোতলজাত পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।


২৪ জুন, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৪০০ পিস ছাতা, ৮০০ পিস ক্যাপ ও ১ লিটারের ৮০০ পিস বোতলজাত পানি বিতরণ করা হয়।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের নেতৃত্বে শহরের আদালত সড়ক, নড়াইল চৌরাস্তা, পুরাতন বাসটার্মিনাল এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কে দাঁড়িয়ে ভ্যান চালকসহ শ্রমজীবীদের মাঝে তীব্র খরতাপ হতে রক্ষা পেতে ছাতা, ক্যাপ ও পানির বোতল তুলে দেয়া হয়।


এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, পৌর কাউন্সিলর রেজাউল, রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শামীম আহম্মেদ শুভ, সুমি কর্মকার, সাজ্জাদ মোল্যা, পলাশ, অমিত প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com