
জাতির পিতার আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ বদিউজ্জামান সোহাগ।
২৩ জুন, রবিবার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় পৌরপার্কে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হবো, বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে বিশ্বের কছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আগামী ২০৪১ সালে বাংলাদেশ সমৃদ্ধশালী একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। ক্ষুধা-দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই আওয়ামী লীগের লক্ষ্য।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এমদাদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার প্রমুখ বক্তব্য দেন।
এর আগে ১০টায় নব্বইরশি বাসস্টান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিবার্তা/রাজু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]