
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন, রবিবার সকাল ১১টার সময় দৌলতপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা ভাইস-চেয়ারম্যান ইকফাত কবিরাজ জলিক দায়িত্ব বুঝে নেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ সহ অফিসারবৃন্দ।
আনুষ্ঠানিকতার পর শুরু হয় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে মাসিক সভা।
উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের উপদেষ্টা ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মিনে, ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ।
বিবার্তা/তুহিন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]