জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। জে.এ.এস (জাস) ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৩ টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ মাংস বিতরণ করা হয়।
জাস ফাউন্ডেশনের সদস্য আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তানজিলা সুলতানা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদস্য প্রকৌশলী জোবাইদুল ইসলাম, কানিজ ফাতেমা, জিনাত সুলতানা চামেলী, নুরুল ইসলাম, নির্বাহী সদস্য প্রকৌশলী এফ.এম আসাদুজ্জামান প্রমুখ।
পরে পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও নিম্নআয়ের ২৫০ জন মানুষের মাঝে ঈদ উপলক্ষে কোরবানির মাংস বিতরণ করা হয়।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]