ঈদুল আজহার দিন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে স্বপ্নময় নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বপ্নময় ওই এলাকার ভবতোষের ছেলে।
১৭ জুন, সোমবার সকালে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়ায়) এ ঘটনা ঘটে।
গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী হোসেন সাপের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আলী হোসেন বলেন, দেড় বছরের ছেলেটি সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি দুঃখজনক। এলাকায় শোকের পাশাপাশি মানুষের মধ্যে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবার ঝোপঝাড়সহ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।
এলাকাবাসীর ধারণা সাপটি বিষধর রাসেল ভাইপার।
শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্না ঘরের পাশে হাঁটছিল শিশুটি। এ সময় তাকে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। শিশুটি হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে আসে। কিন্তু কেউ কোনো সাপ না দেখায় কিছু বুঝতে পারে না। সবাই ভাবে হয়ত ভিমরুলে কামড় দিয়েছে।
এরপর প্রতিদিনের মতো খাওয়া শেষে শিশুটি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুর চেহারা অস্বাভাবিক হয়ে গেলে পরিবারের সদস্যরা তারা প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]