পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ৩০ মে ২০২৪, ২২:৩৫
পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মো. শহিদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ ব্যক্তি মারা গেছেন।


৩০ মে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার চাঁদপুর বনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ওই ব্যক্তি ভোমরাদহ ইউনিয়নের পূর্ব জসাইপাড়া গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।


স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ি থেকে গরুকে ঘাস খাওয়ানোর জন্য চাঁদপুর বনবাড়ি এলাকায় গিয়েছিলেন শহিদুল। তখন গরুকে ঘাস খাওয়ানোর এক পর্যায়ে তিনি রেললাইনের পাশে বসে ছিলেন। বসে থাকা অবস্থায় লাইনের ওপরে অচেতন হয়ে পড়েন তিনি। আর ওই অবস্থায় ঠাকুরগাঁওয়ের দিক থেকে আসা একটি ট্রেন তার ওপর দিয়ে চলে যায়।


ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আক্তারুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা লোকাল কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৪টার দিকে রোড স্টেশন ছেড়ে পারবর্তীপুর যাওয়ার সময় ভোমরাদহ রেলস্টেশনের আনুমানিক ২০০ গজ আগে এ ঘটনা ঘটে।


পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com