
চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮ মে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে কোনো এক ট্রেন থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্লাটফর্মে অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধকে নামানো হয়েছে। এরপরই রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, একজন অজ্ঞাতনামা বৃদ্ধকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা জরুরি বিভাগে রেখে গেছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বৃদ্ধকে মৃত অবস্থায় পাই।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]