
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২৮ মে, মঙ্গলবার বিকালে উপজেলার ঈশ্বরবা গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম ওই গ্রামের আকবর আলীর স্ত্রী।
স্থানীয় যুবক শাহ আলম জানান, স্বামী-স্ত্রী একত্রে ঈশ্বরবা গ্রামের মধ্যে একটি ভাজার দোকান পরিচালনা করেন। সেখানে পিয়াজী, চপ, বেগুনি ও চা বানিয়ে বিক্রি করেন। দুপুরে দোকানের মধ্যে চুলার খড়ি আনতে গেলে বিষাক্ত সাপে আনোয়ারা বেগমকে কামড় দেয়। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/রায়হান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]