
কুষ্টিয়ায় ১১ দিন নিখোঁজের পর শাহিনুল হক লিটন (৪৫) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৮ মে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া বাইপাস রোডের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন ক্যানাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এস্টেট এলাকার মৃত ইজাজুল হকের ছেলে। পেশায় তিনি ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ মে বিকেলে লিটন তার ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরেনি। নিখোঁজের ১১ দিন পর আজ সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার রোজ হলিডে পার্ক সংলগ্ন কচুরি পানায় ভরা ক্যানাল থেকে শাহিনুল হক লিটনের অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা জানান, কুষ্টিয়া বাইপাস রোডের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন ক্যানাল থেকে শাহিনুল হক লিটনের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ২৫ মে পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]