ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দীয়া গ্রামের আবুল কালামের ধরন্ত ড্রাগন ফলের গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।
জানা যায়, প্রতিদিনের মত শনিবার ২৫ মে, শনিবার ভোর ৫টার সময় ড্রাগন বাগানে ফুল ছোঁয়াতে যান আবুল কালাম। বাগানে গিয়ে দেখতে পান ১৭ শতক জমির ড্রাগন গাছের প্রতিটা গোড়া থেকে কাটা। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে ২৪ তারিখ দিবাগত রাতে এ গাছগুলো কাটা হয়েছে।
এলাকার কয়েক জন কৃষক জানান, আবুল কালাম ২ বছর পরিচর্যা করে এ বছরে যখন ভালো ফলনের আশা করছিলেন ঠিক সে সময় ড্রাগন গাছগুলো কাটা হলো। কিন্তু কে বা কারা রাতের আঁধারে সব গাছ গোড়া থেকে কেটে দিয়েছে তারা ধারণাও করতে পারছে না । চলতি মৌসুমে ৫ থেকে ৬ লাখ টাকার ফল বিক্রি হবে বলে আশাবাদী ছিলেন কৃষক আবুল কালাম।
আবুল কালাম বলেন, থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রশাসন তৎপর হলে আশা করি দ্রুতই দুষ্কৃতিকারীরা ধরা পড়বে।
এ ব্যাপারে কথা হলে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ভিকটিম একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]