
রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট সড়ক এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. বিল্লাল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের বন্ধু মো. রিফাত বলেন, সন্ধ্যা ৬টার দিকে ৩০০ ফিট সড়কের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিল্লাল। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বিল্লালের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বামুটিয়া মহিচাইল গ্রামে। বাবার নাম খুরশিদ আলম। ঢাকায় মহাখালীর আমতলী এলাকায় ভাড়া থাকতো সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]