রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুই দলের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাসেল (১১) এক শিশু দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।
শুক্রবার (২৪ মে) রাত ৮টায় মোহাম্মদপুরের আল বশির জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধ রাসেলের ভাই মোহাম্মদ আশিক জানান, রাতে আমার ভাই মোহাম্মদপুর আল বসির জামে মসজিদের সামনে ডিফ টিউবওয়েল পাতালের পানি আনতে যায়, সেখানে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণে আমার ভাইয়ের গায়ে আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে আমরা ওকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টি টিউটে নিয়ে আসা হয়। চিকিৎসক আমার ভাইকে ভর্তি দেন।
তিনি আরো বলেন, আমাদের বাড়ি খুলনা জেলার খালিশপুর, বর্তমানে মোহাম্মদপুর হুমায়ূন রোড ডি ব্লক সংলগ্ন বিহারী ক্যাম্পে বসবাস করি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ শিশু শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়েছে তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন শিশুটির অবস্থা আশঙ্কাজনকবলেতিনিজানান।
বিবার্তা/বুলবুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]