ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব
প্রকাশ : ২৩ মে ২০২৪, ২২:৪৬
ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।


২৩ মে, বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে এ ক্রীড়া উৎসবের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।


এতে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল কাদের।


সেসময় টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান সহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় ও ঝিনাইদহ এইড ফাউন্ডেশনের ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর এ উৎসবে অংশগ্রহণ করেন।


বিবার্তা/রায়হান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com