পাবনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১৭:০৮
পাবনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কর্মশালা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং এ্যান্ড পাবলিক প্রসিকিউরমেন্ট প্রজেক্ট ও এল.জি.ই.ডি. পাবনা এর সহায়তায় ইজিপির ব্যবহার শীর্ষক ও জাতীয় টেন্ডার ডাটাবেজ কর্মশালা অনুষ্ঠিত হয়।


৬ মে, সোমবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডি ঢাকা সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নজরুল ইসলাম।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি ঢাকা সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী সোনিয়া নওরিন, পাবনার নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


কর্মশালায় ইজিপি সম্পর্কে প্রেজেন্টেশন দেন এলজিইড সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী সোনিয়া নওরীন।


একই সাথে উক্ত কর্মশালায় উপস্থিত ঠিকাদার বৃন্দ অতিথিদের পূর্ণাঙ্গ আলোচনা শুনে ইজিপির পূর্ণাঙ্গ নিয়ম মেনে ব্যবহার করার কথা ঘোষণা করেন এবং উক্ত কর্মশালাকে সফল বলে ঘোষণা দেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে তারা প্রশিক্ষিত হয়ে আরো ভালোভাবে উক্ত ইজিপিসহ বিভিন্ন সেবার মাধ্যমে উপকৃত হতে পারবে।


বিবার্তা/পলাশ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com