গোপালগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময়
প্রকাশ : ০২ মে ২০২৪, ১৭:১৫
গোপালগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময়
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ৫ উপজেলার সকল প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


২ মে, বৃহস্পতিবার ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার (২য় পর্যায়) গোলাম কবিরের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।


এসময় নির্বাচনী বিধি নিষেধ নিয়ে প্রার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা করেন নির্বাচন রিটানিং কর্মকর্তা।


সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা (২য় পর্যায়) মুহাম্মদ ফয়জুল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমানসহ ৫ থানার অফিসার ইনচার্জবৃন্দ।


এছাড়া উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সঞ্জয়/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com