
ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মামাতো ভাইদের লাঠির আঘাতে শরিফুল ইসলাম বাটুল নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
২৯ এপ্রিল (সোমবার) রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানদের জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে এনিয়ে আবারো বাক- বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিল বাটুল।
রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
বিবার্তা/রায়হান/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]