শিরোনাম
লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্‌যাপন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১৩:৪৮
লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্‌যাপন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের সাধারণ জনগণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দেশের সব জেলার মতো লামা চৌকির লিগ্যাল এইড কমিটিও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ উদ্‌যাপন করেছে।


এ উপলক্ষ্যে ২৮ এপ্রিল, রবিবার সকালে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখ সড়ক থেকে ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালি।


জেলার লামা চৌকির লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।


সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মার্মা, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ ও আইনজীবী সমিতির সভাপতি সাদেকুল মাওলা ইরাক প্রমুখ অতিথি ছিলেন।


আলোচনায় বক্তারা বলেন, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে।


বিবার্তা/আরমান/এমজে


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com