
কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে ১২ বছর বয়সী এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
২৪ এপ্রিল, বুধবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে। এরপর ওই দিন সন্ধ্যা ৭টার দিকে পুকুরের পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই শিশুর নাম মোহাইমিলুন (১২)। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের দ্বিতীয় সন্তান।
সরেজমিনে ওই শিশুর বাড়িতে গিয়ে জানা গেছে, আজ বিকেল ৩টার পর থেকে ওই প্রতিবন্ধী শিশুকে বাড়িতে দেখা মেলেনি। এক পর্যায়ে পরিবারের সকলেই অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার পর এলাকায় মাইকিং এর প্রস্তুতি নেয়ার একপর্যায়ে সকলের মনে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করার পর ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বিবার্তা/রাফি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]