সাজেকে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শ্রমিক নিহত
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১৯:২৯
সাজেকে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্পট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।


২৪ এপ্রিল, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরোও কয়েকজন।


প্রাথমিকভাবে স্থানীয় একাধিক ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে। তবে সংশ্লিষ্ট কেউই হতাহতের পরিচয় তাৎক্ষণিভাবে জানাতে পারেনি।


জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক ইউনিয়নের সাজেক-উদয়পুর সড়কের নির্মাণাধীন কাজের জন্য ডাম্পট্রাকে ১৪ জন শ্রমিক জামান ইঞ্জিনিয়ার কোম্পানির ব্রিজের কাজে যাওয়ার সময় ৯০ ডিগ্রি নামক স্থানে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন মারা যান।


আহত ও নিহতদের উদ্ধারের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আবদুল আউয়াল।


তিনি জানান, যেহেতু ঘটনাস্থল সীমান্তবর্তী এলাকায়। সেখানে যেতে অনেক সময় লাগবে।


এদিকে নিহতের সংখ্যা বাড়তে পারে ধারণা করছে স্থানীয় সূত্র।


ঘটনাস্থল সাজেক থেকে আরোও ১৪ কিলোমিটার দূরে অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানা। এর পরবর্তী ভারতের শিলছড়ি সীমান্ত শুরু। যার ফলে যোগাযোগ ও নেটওয়ার্কিং সুবিধা না থাকায় এখন পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আকতার জানান, সীমান্তবর্তী উদয়পুরে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com