ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে নোয়াখালী পুলিশ সুপারের অনন্য উদ্যোগ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ২২:৫৫
ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে নোয়াখালী পুলিশ সুপারের অনন্য উদ্যোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কয়েকদিন ধরেই প্রচণ্ড তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই তীব্র গরমের মাঝেও খোলা আকাশের নিচে নোয়াখালী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তারা দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যগণ হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভোগে থাকেন।


তীব্র গরমে দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম ।


২৩ এপ্রিল, মঙ্গলবার দুপুরে পথচারী, চালক ও শ্রমজীবী মানুষের মাঝে পুলিশ সুপার বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সিরাজ উদ দৌলাসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।


বিবার্তা/সুমন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com