মানবিক মানুষ হতে আকাশ সমান স্বপ্ন দেখতে হবে
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৮
মানবিক মানুষ হতে আকাশ সমান স্বপ্ন দেখতে হবে
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'মানবিক মানুষ হতে আকাশ সমান স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলেই শুধু হবে না বরং নিজের মেধা-যোগ্যতার প্রতিফলন ঘটিয়ে তা বাস্তবায়ন করতে হবে। তবেই প্রত্যেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। দেশ, জাতি ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে।'


২২ এপ্রিল, সোমবার দুপুরে, দিনাজপুরের খানসামা উপজেলায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য এসব কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজউদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তাজউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বপ্ন পূরণে তোমরাই এগিয়ে যেতে পারবে। একজন মানবিক মানুষ হতে তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। তোমাদের মধ্য থেকেই আগামীতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ইউএনও হবে। আগামীর বাংলাদেশের দেশের হাল তোমাদেরকেই ধরতে হবে।


সংগঠনটির সভাপতি হরিপদ রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সুকুমার ঋষি সহ সাংবাদিক, অভিভাবক, সুধীসমাজ, শিক্ষার্থীগণ।


উল্লেখ্য, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এসময় উপকারভোগী ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


বিবার্তা/জামান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com