নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা-মল্লিকপুর-মহাজন সড়কের পার-মল্লিকপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় নিতুন জিরা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত নিতুন জিরা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের জাকির শেখের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২১ এপ্রিল, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিতুন ও তার বড় বোন পার-মল্লিকপুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসছিল। তারা পার-মল্লিকপুর এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]