কুষ্টিয়ার দৌলতপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
২১ এপ্রিল, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার থেকে আজিবর আলী (৩৬) নামে ৪ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর দাড়েরপাড়া গ্রামের মৃত লালন মণ্ডলের ছেলে।
র্যাব সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার জিআর-৮৫/১২ বিশেষ ক্ষমতা আইনের মামলার ৪ বছরের কারাদণ্ডের পলাতক আসামি আজিবর আলীর অবস্থানের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]