আগামী ২১ মে অনুষ্ঠাতব্য দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস-চেয়ারম্যান পদে পাঁচ জন ও সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে দুই জনসহ মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অনলাইনে মনোনয়ন জমা দেয়ার পর ২১ এপ্রিল, রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার মো. মনিরুজ্জামান এর হাতে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফরিদুল আলম খান।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক -মৃদুল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা বিপুল বরণ ঘোষ, জাতীয় পার্টির (জেপি) সমর্থিত প্রার্থী হিসেবে ছাত্র সমাজের সভাপতি মো. শামীম হোসেন, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সমদ্দার, মো. মাছুম বিল্লাহ।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- ফাতেমা ইয়াসমিন, জাতীয় পার্টির (জেপি) সমর্থিত প্রার্থী হিসেবে মহিলা পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক সীমা আক্তার।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]