টাঙ্গাইলে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে শিক্ষার্থীদের ক্লাস
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১৭:৪৯
টাঙ্গাইলে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে শিক্ষার্থীদের ক্লাস
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশে তীব্র তাপদাহের কারণে স্কুল-কলেজ সাতদিন বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। অথচ সেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই টাঙ্গাইলের সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের ক্লাসসহ নানা কার্যক্রম চালু রেখেছে।


২১ এপ্রিল, রবিবার সকালে শহরের বিশ্বাস বেতকা সুপারী বাগান এলাকায় অবস্থিত সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে এমন চিত্র দেখা মিলে।


তবে বাইরে থেকে কেউ যাতে বুঝতে না পারে এজন্য বিদ্যালয়ের প্রধান গেট বন্ধ রেখেই চালানো হচ্ছে ক্লাসের কার্যক্রম। কর্তৃপক্ষ বলছেন অল্প সময়ের মধ্যে নিষেধাজ্ঞা পাওয়ায় তারা নোটিশ দিতে সময় পাননি।


আর অভিভাবকরা বলছেন, সেখানে সকল স্কুল কলেজ বন্ধ রাখার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তাদেরও এই নিষেধাজ্ঞা মেনে চলা উচিত। শিক্ষার্থীরা জানায়, ক্লাস চালু থাকায় তারা স্কুলে আসতে বাধ্য হয়েছে।


সৃষ্টি স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, আমরা নোটিশটি পাওয়ার পর ছাত্রদের জানাতে পারিনি। সকালে যারা এসেছিল তাদের পরীক্ষা নিয়েছি, পরে স্কুলে নোটিশ দিয়ে বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


এ বিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।


বিবার্তা/ইমরুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com