রাজধানীতে সিমেন্টবাহী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১৫:০৪
রাজধানীতে সিমেন্টবাহী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর জিরো পয়েন্টে বাসে সিমেন্টবাহী গাড়ির ধাক্কায় আয়েশা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী খায়রুল ইসলাম।


২১ এপ্রিল, রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা পটুয়াখালী সদর উপজেলার চারবুনিয়া গ্রামের মোশারফ পেদার মেয়ে। স্বামী খাইরুলবে নিয়ে গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় থাকতেন তিনি।


জানা গেছে, আয়েশা তার স্বামী খাইরুল টঙ্গী চেরাগআলী এলাকায় একই গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা। সোমবার তাদের গার্মেন্টস চালু হওয়ার কথা থাকায় আজ ভোরে গ্রাম থেকে ঢাকায় ফেরেন। সদরঘাট থেকে আজমেরী গ্লোরি পরিবহন বাসে করে গাজীপুরের দিকে যাওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টে একটি সিমেন্টবোঝাই গাড়ি তাদের বাসটিতে ধাক্কা দেয়। এতে আয়েশা ও তার স্বামী খায়রুলসহ বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।


আয়েশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com