দৌলতপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ২১:৫০
দৌলতপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।


১৯ এপ্রিল, শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে লাভলী আক্তার কান্তা (৩৫) নামে ওই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পরই ক্লিনিক মালিক ও পরিচালক আব্দুল লতিব ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দিয়েছে।


২০ এপ্রিল, শনিবার ওই ক্লিনিকে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লাভলী আক্তার কান্তার সন্তান প্রসব করানো হয়। পরে প্রসূতির অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রক্ত শূন্যতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে প্রসূতির মৃত্যু হয়।


মৃত লাভলী আক্তার কান্তা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আসাদ মিস্ত্রির স্ত্রী।


নিহতের স্বামী আসাদ অভিযোগ করে বলেন, আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। একই ঘটনা এর আগেও ঘটেছে। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুতে তিনি সুষ্ঠু বিচার ও ক্লিনিক মালিকের শান্তির দাবি করেন।


ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমার কাছে এ ধরনের অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, অবৈধ ও অনুমোদনহীন আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একই ঘটনা বার বার ঘটলেও প্রশাসন শক্ত পদক্ষেপ না নেয়ায় ক্লিনিক মালিক পার পেয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com